সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : এই শীতে শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র নিয়ে দাড়িয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড শ্রীমঙ্গল শাখা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
ব্যাংক শাখা অফিসের ভিতরে আয়োজিত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতের কাপড় (কম্বল) তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু। এসময় ব্যাংকটির শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।