রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো হবে হোবার্টে। টুর্নামেন্ট শুরু আগামী বছরের ১৮ অক্টোবর। ১৯ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে বাছাই পেরিয়ে আসা দলের বিপক্ষে, বেলেরিভ ওভালে।
প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে সঙ্গী হবে বাছাইপর্ব পেরিয়ে আসা তিন দল। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গী হবে বাছাই পেরিয়ে আসা তিন দল। জিলংয়ে এই গ্রুপের খেলা দিয়েই শুরু হবে টুর্নামেন্ট।
প্রথম রাউন্ডের দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সুপার টুয়েলভ-এ। যেখানে ১২ দলের ৮ দল ঠিক হয়ে আছে আগে থেকেই। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে সুপার টুয়েলভ-এ।
সুপার টুয়েলভ পর্বের খেলা শুরু ২৪ অক্টোবর থেকে। গ্রুপ ওয়ানে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুই দল। গ্রুপ টু-তে থাকছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুই দল।
১১ নভেম্বর প্রথম সেমি-ফাইনাল হবে সিডনিতে, পর দিন দ্বিতীয় সেমি-ফাইনাল অ্যাডিলেইডে। ১৫ নভেম্বর ফাইনাল মেলবোর্নে।
অস্ট্রেলিয়ার সাতটি শহরে হবে টুর্নামেন্টের ৪৫ ম্যাচ। হোবার্ট, জিলং, সিডনি, অ্যাডিলেইড, মেলবোর্ন ছাড়াও খেলা হবে পার্থ ও ব্রিজবেনে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এটি হবে সপ্তম আসর। আগে নাম ওয়ার্ল্ড টি-টোয়েন্টি হলেও এই আসর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নামেই পরিচিত হবে টুর্নামেন্ট। এছাড়াও আগে দুই বছর অন্তর টুর্নামেন্ট হলেও নিয়ম বদলে এবার হচ্ছে চার বছর পর।
২০২০ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে আইসিসি। এই টুর্নামেন্টের সপ্তম আসরও হবে অস্ট্রেলিয়ায়। ২১ ফেব্রুয়ারি সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে হবে টুর্নামেন্টের ফাইনাল।
মেয়েদের টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে থাকছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও বাছাই পেরিয়ে আসা দল। গ্রুপ ‘বি’ তে থাকবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাছাই পেরিয়ে আসা দল। মেলবোর্নের দুটি মাঠ, সিডনির দুটি মাঠ, পার্থ ও ক্যানবেরায় হবে মেয়েদের বিশ্বকাপের খেলা।