বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন টেঁটাবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনকে সিলেট ও বাকিদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মক্রমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীর সঙ্গে বিরোধ ছিল সাবেক ইউপি সদস্য মাহফুজ মিয়ার। শুক্রবার মাহফুজ মিয়ার পক্ষের এক নারী স্থানীয় পঞ্চায়েতের পুকুরে গোসল করতে যান। এ সময় ইয়াহিয়া পক্ষের এক যুবক তাকে সরে গিয়ে গোসল করতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে  নারীসহ শতাধিক আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতদের মাঝে টেঁটাবিদ্ধ হাফিজুল মিয়া (২৫), লাউছ মিয়া (৩২), আহাদুর রহমান (৩০), মোশাহিদ মিয়া (৩২), আব্দুল হেকিম (৪০), শানু মিয়া (৭০), লাকী বেগম (২৫) এবং সুমনা বেগম (৪৫)সহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান জানান, আহতদের ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। এছাড়া যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের সিলেটে পাঠানো হয়েছে।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com