শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৩১৮ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনেই সিলেটে ৩১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শনিবার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  আগামীকাল রোববার  বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সকাল দশটা থেকে টানা ১টা পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রশ্নপত্র ফাঁস কিংবা এ সংক্রান্ত গুজবের খবর পাওয়া যায়নি সিলেটে।

পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে এসে পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ভালে হয়েছে, ফলে প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দিতে পেরছেন তারা। পরীক্ষার সার্বিক পরিবেশ আর সরকারি পদক্ষেপে খুশি অভিবাভকরাও।

সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষার্থী ছিলো ৯০ হাজার ২৩ জন। এর মধ্যে প্রথম দিন উপস্থিত ছিলো ৮৯ হাজার ৭০৫ জন পরীক্ষার্থী।

এদিকে, এবছর প্রশ্নফাঁস ঠেকাতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হয়েছে। আর পরীক্ষার ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে জানানো হয় প্রশ্নপত্রের সেট কোড। কেন্দ্র সচিব ছাড়া অন্য সবার স্মার্ট ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com