মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

লাকসামে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : সাহসী অভিযাত্রায় দুই দশকে যুগান্তর। মাঘের মিষ্টি শীতল হাওয়ায় আনন্দ আড্ডায় মেতেছিলো লাকসামে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান।

‘‘সত্যের সন্ধানে যেতে হবে বহুদুর’’ এ স্লোগান নিয়ে বনার্ঢ্য আয়োজনে আজ রবিবার লাকসামে দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল ১১টা ৪৫ মিনিটে লাকসাম প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও র‌্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম.এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নবীন-প্রবীণের মিলন মেলা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, লাকসাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম, ট্রাফিক ইনচার্জ বোরহান উদ্দিন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক ফারুক আল শারাহ, সাংবাদিক চন্দন সাহা, আবুল কালাম, শহিদুল ইসলাম শাহীন, জাফর আহমেদ, মোজাম্মেল হক আলম, সেলিম চৌধুরী হীরা, দেবব্রত পাল বাপ্পী, নুরু উদ্দিন জালাল আজাদ, মাসুদুর রহমান, আমজাদ হাফিজ, জাহিদ, নাজমুল হোসাইন সাকিব, আবদুল কাদের অপু, ইকবাল হোসেন মিন্টু, তানজিম আহমেদ রুনা, বাবুল, আমজাদ হোসেন। স্থানীয় কাউন্সিলর খলিলুর রহমান, শাহাজাহান মজুমদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, পৌর যুবদলের সভাপতি মাহবুব রহমান মানিক ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আবদুল আজিজ, যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীন, ৫নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক জালাল আহমেদ, আবু আহমেদ রনি, স্বপন, আবু সায়েদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com