শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ এবং জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বলা হয়, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে জেলা ও উপজেলা থেকে প্রেরিত নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।
এবার দেশের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ১০ মার্চ (রোববার)। ওই দিন দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য দিন ১৮ জুন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩ ফেব্রুয়ারি) ইসির ৪৫তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানিয়েছেন।