বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর উদ্দেশে বলেছেন, মামলার দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দিতে হবে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে শেখ হাসিনা এ কথা বলেন।
সরকারপ্রধান বলেন, অনেক সময় মামলা তদন্তে দীর্ঘ সময় লেগে যায়। মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দিতে হবে পুলিশকে।
সাইবার ক্রাইমের বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটা আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে, নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।
তথ্য সূত্র : বাংলানিউজ২৪