বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহসিনা শুচি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্কুলে যাওয়া পথে উত্তরার ১০ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজা তাহসিনা শুচি দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ফাইজুল ইসলাম।
দুর্ঘটনার পর শুচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় নাটকের শুটিং এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচীকে চাপা দেয়। মাইক্রোবাসের চাপায় তার মাথা থেতলে যায়।
এদিকে মাইক্রোটি স্থানীয় জনগণ আটক করার পর এক টিভি অভিনেতাসহ তাতে যারা ছিল তারা পালিয়ে যায়।