মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলার জগদীশপুর জেসি হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব সৈয়দ মুদরেকুল হোসাইন দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবলু হোসেন।
তিনি জানান, জগদীশপুর হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মুদরেকুল হোসাইন জগদীশপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে ব্যর্থ হন। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে তাকে কেন্দ্র সচিবের পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন।
তার স্থলে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন নোয়াপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক দিলেন পাল।