মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

নারী আসনে আরও দুজনের নাম ঘোষণা আ. লীগের

তরফ নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আরো দুইজনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

তারা হলেন- পাবনার নাদিয়া ইয়াসমিন ও নাটোরের রত্না আহমেদ।

শনিবার বিকালে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মনোনয়নের কথা জানানো হয়।

আগের দিন সংরক্ষিত নারী আসনের জন্য সমাজকর্মী আরমা দত্ত ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাসহ ৪১ জনের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এই দুজনকে নিয়ে সংরক্ষিত নারী আসনে তাদের মনোনীত প্রার্থীর সংখ্যা হল ৪৩ জন।

বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি আসন পাবে।

দশম সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আওয়ামী লীগের সাংসদ ছিলেন ৩৯ জন। তাদের মধ্যে শুধু মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা এবং চট্টগ্রামের ওয়াসিকা আয়েশা খান এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানিয়েছেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

এ নির্বাচনের ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

শনিবারের এই সভায় পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে বলে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com