শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। তাদেরকে শনি ও রবিবারে পৃথক স্থান থেকে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট ভাকৈর গ্রামের ছোয়াব উল্লার পুত্র আলমঙ্গীর মিয়া, ঝিটকিয়া গ্রামের আলাউদ্দিনের পুত্র মনির মিয়া, মৃত ছরকুম উল্লার পুত্র সুন্দর আলী, সন্দুর আলীর পুত্র সুরুজ আলী, সর্দারপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আব্দুল হামিদ, এনাতাবাদ গ্রামের আলী আকবর খানের পুত্র খাজা খাঁন সাগর, রাজনগর গ্রামের সঞ্জব আলীর পুত্র পারভেজ মিয়া, দেবপাড়া গ্রামের মৃত সোনাওর মিয়ার পুত্র ভুট্টো মিয়া।
গ্রেফতারকৃতদের রবিবার দুপুরের হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই সামছুল ইসলাম।