রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

নবীগঞ্জ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার তৌহিদ-বিন-হাসান ও সহকারী রিটার্নিং অফিসার আতাউল গণি ওসমানীর নিকট দিনভর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার হাদী গাজীর স্ত্রী গাজী খালেদা সরোয়ার, বাউশা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, জাতীয় পার্টির মনোনিত হায়দর আলী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবু ছালেহ।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ, সিনিয়র সাংবাদিক এস আর চৌধুরী সেলিম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও মোস্তফা আহমেদ ফারুকী।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামীলীগ নেত্রী ছইফা রহমান কাকুলী, সাজেদা মজিদ।

এর আগে সকাল ১০টা থেকে প্রার্থীরা নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের নিয়ে উপজেলা রির্টানিং কর্মকর্তার অফিসের সামনে জড়ো হতে থাকেন। বিকাল ৫টা পর্যন্ত চলে মনোনয়ন ফরম গ্রহন। বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরীকে হবিগঞ্জ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নিয়ে আসেন নেতাকর্মীরা।

১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২শ ৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৮শ ৩০ ও মহিলা ভোটারা ১ লাখ ২০ হাজার ৩৭৩। এ নির্বাচনে দলীয় কোনো সিদ্ধান্ত না থাকায় বিগত নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু ও বর্তমান ভাইস চেয়ারম্যান জামায়াত ইসলামী নেতা মাওলানা আশরাফ আলী নির্বাচনে অংশগ্রহণ করেননি। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার করা হবে ১৯ ফেব্রুয়ারি । নবীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com