মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

মাধবপুরে ছোট ভাইয়ের ফিকলের আঘাতে বড় ভাই নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরের ধর্মঘরে ছোট ভাইয়ের ফিকলের আঘাতে বড় ভাই এরশাদ আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত এরশাদ আলী উপজেলার ধর্মঘর ইউনিয়ের বৈষ্ঠবপুর গ্রামের মর্তুজ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে ব্রনাই প্রবাসী এরশাদ আলী ও সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বাচ্চু মিয়া বাড়ীর উঠানে মাটি ফেলতে গেলে বাবা মর্তুজ আলী বাধা দেয়। এ নিয়ে বাবা-ছেলে বাক-বিতন্ডা শুরু হলে এরশাদ আলী বাবার পক্ষ ধরে ছোট ভাইয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির এক পর্যায়ে বাচ্চু মিয়া বড় ভাই এরশাদ আলীর বুকে ফিকল দিয়ে আঘাত করে।

মুমুর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ আলী মারা যায়।

খবর পেয়ে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রাজু আহমেদ ও থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন ময়নাতদন্ত শেষে সিলেট থেকে লাশ নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনার পর থেকেই বাচ্চু মিয়া তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com