রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ‘মহাযজ্ঞের মহাভূমি, জেগে উঠেছে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতৃভূমি’-এই শ্লোগানকে কেন্দ্র করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি বাহুবলের পূর্ব জয়পুরের ঐতিহাসিক ‘শ্রীশ্রীশচীঅঙ্গন ধাম’-এ ৩৮তম বার্ষিক উৎসব আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে। জমকালো আয়োজনে ৫ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২০ ফেব্রুয়ারী বুধবার পর্যন্ত। উৎসবকে ঘিরে শ্রীশ্রী শচীঅঙ্গনকে সাজানো হয়েছে বাহারী সাজে। উৎসবে থাকছে আলোচনা সভা, লীলা কীর্তন, গীতা কীর্তন, পদাবলী কীর্তন, একনাম কীর্তন, ধর্মীয় আলোচনা, সংগীতানুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, লোকনন্দন উৎসব ও বসন্ত উৎসবসহ নানা আয়োজন।
১৬ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। এছাড়াও উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের সহকারি ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ চন্দ্র পূজারা ও সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্রসহ ২২ জন স্বনামধন্য ব্যাক্তি।
জানা যায়, উৎসবের সমাপনী দিন বুধবার (২০ ফেব্রুয়ারী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীব মুরাদ। ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘বসন্ত উৎসব’। এতে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের কলকাতা থেকে আগত স্বনামধন্য শিল্পীরা। এ ব্যাপারে উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য জানান, সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। তিনি উৎসবটি সফল করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, উৎসবের চতুর্থ দিনে মাঘী পূর্ণিমা তিথিতে ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে ২০১ টাকা প্রণামী দিয়ে ভোগ দিতে পারবেন।