রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর করার মত যৌক্তিক দাবিতে বিগত সাত বছর ধরে আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছে কয়েক লক্ষ বেকার সাধারণ ছাত্রছাত্রী ও চাকরপ্রার্থী ক্ষমতাসীন সরকারের ইশতেহারে রাখা বয়স বাড়ানোর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নরে দাবিতে আগামী ২৩ ফ্রেব্রুয়ারি (শনিবার) সকাল ১০ টায় রাজধানীর শাহবাগে তারা এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীর আয়োজন করছে। আর এই কর্মসূচীকে নস্যাৎ করার লক্ষ্যে গত ১৫ই ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যার পরে ৪/৫ জন লোক দাবি করছে তারা মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দলের পার্টি অফিসে ধানমন্ডিতে ৩৫ এর দাবি বাস্তবায়নরে জন্য সাক্ষাত করে স্মারকলিপি দিয়েছে। এ সময় মাননীয় মন্ত্রী নাকি তাদেরকে আশ্বস্থ করছেনে যে আগামী মাসে চাকরীতে প্রবেশের বয়স ৩৫ বছর করে দেয়া হব। এই মর্মে তারা স্বনামধন্য দৈনিক পত্রিকা ইত্তেফাক অনলাইন পোর্টাল নিউজ ররিয়েছে। তার সাথে পাল্লা দিয়ে বসে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালও অনুরূপ নিউজ করেছে। ফলস্বরুপ, সারাদেশে কমপক্ষে ৪০ লক্ষ বেকারকে মনের আকাশে আশার আলো জ্বলে উঠ। পরদিন সকালেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ারকৃত এমন ভাইরাল হওয়া নিউজ ভুয়া ও মথ্যা বলে প্রমাণিত হয় সাথে সাথে সবাই হতাশ হয়ে যায়। ঐদিনই মাননীয় মন্ত্রী মহোদয় এক প্রসে ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি ৩৫ সংক্রান্ত বিষয়ে হ্যাঁ অথবা না কোন কথাই বলেননি। যারা এই নিউজ করিয়েছে তাদের লক্ষ্য ছিল আগামী ২৩ তারিখে শাহবাগের কর্মসূচীতে যেন ৩৫ প্রত্যাশী ছাত্র-ছাত্রীদের উপস্থিতি খুব বেশী না হয়। ক্ষমতা দেশের লক্ষ লক্ষ ৩৫ প্রত্যাশী ছাত্রছাত্রী তাদের সংগঠন (বাংলাদশে সাধারণ ছাত্র পরিষদ) এর পক্ষ থেকে সংগঠনের র্শীষ ব্যক্তিরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন। মাননীয় মন্ত্রীকে সবার অনুরোধ এই গুঁটি কয়েক মিথ্যাচারকারী, নিউজ রিপোর্টার, গুজব রটনাকারী ও লক্ষ লক্ষ শিক্ষিত সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগ, অনুভূতি এবং স্বপ্নকে নিয়ে তামাশাকারীদের সনাক্ত করে দ্রুতই যেন উপযুক্ত শাস্তির আওতায় আনা হয়। মাননীয় মন্ত্রী হয়ত এই কয়েক জনের এমন ঘৃণ্য আচরণে ভুল বুঝে সবার উপরে ক্ষেপে রয়েছেন। তিনি যেন বিষয়টির তদন্ত ও অপরাধীদের সনাক্ত করে সবাইকে ভুল না বুঝে শীঘ্রই দয়া করে তাদের দীর্ঘদিনের দাবি চাকরিতে প্রবশের বয়স কমপক্ষে ৩৫ বছর বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেন এমন হাত জোড় সমেত বিনীত অনুরোধও জানাচ্ছে।