বুধবার, ২৪ জুলাই ২০২৪, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বিশ্বনাথে বিএনপি’র ১২ জনসহ ২২ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী রয়েছেন।

তবে, ২২জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জনের মধ্যে আওয়ামী লীগের ৩জন, বিএনপির ৫জন অন্যান্য ২জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ঘরনার একজন প্রার্থী থাকলেও বিএনপির ৪জন প্রার্থী রয়েছেন। এ নিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ২২ প্রার্থীর ১২জনই বিএনপির।

চেয়ারম্যান পদে ৭প্রার্থীর মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এসএম নুনু মিয়া আওয়ামী লীগ থেকে এককভাবে দলীয় মনোনয়ন পত্র দাখিল করেন। বাকি ৬প্রার্থীর মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন এবং যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিন, আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ শাখার সভাপতি ফয়জুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা কাজী মাওলানা রুহুল আমীন এবং প্রবাসী শামছুল ইসলাম।

অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আহমেদ নুর উদ্দিন, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শামীম, প্রবাসী বিএনপি নেতা সেবুল মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, জেলা ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা জুবেল আহমদ, ক্রীড়া সংগঠক ফখরুল ইসলাম ও হাবিবুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী বেগম স্বপ্না শাহীন, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদিকা নাজমা বেগম, উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুন নাহার ইয়াসমিন, বিএনপি নেত্রী নেহারা বেগম ও আওয়ামী লীগ ঘরনার জুলিয়া বেগম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com