শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর সড়কের পুলিশ লাইনের সামনে ট্রাক্টরচাপায় মুন্না মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মুন্না ধুলিয়াখাল এলাকার দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মুন্না রাস্তার পাশ দিয়ে হাটছিল। এসময় একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।