রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলের মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল ক্যাম্পাসে ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত মাঠের উদ্বোধন করেন।
স্কুল পরিচালনা কমিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম শামছুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ বিদ্যানিকেতন ভুলকোটের প্রধান শিক্ষক মানিক মিয়া, অনলাইন নিউজ পোর্টাল তরফ নিউজ- এর সম্পাদক হুমায়ুন করিব, আমরা সবুজ সংঘের সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম ও প্রভাষক মোহাম্মাদ ইয়াকুত আলী প্রমুখ।