মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের ৮টি উপজেলা পরিষদের নির্বাচন রবিবার (১০ মার্চ) সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৪টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। অপর ৪টির মধ্যে ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।
রবিবার রাত ১০টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ফজলুল জাহিদ পাবেল বিজয়ি প্রার্থীদের নাম ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর উপজেলা : চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম (আনারস) ৩৫ হাজার ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক (ঘোড়া) পেয়েছেন ২৮ হাজার ৪০ ভোট।
বানিয়াচং উপজেলা : চেয়ারম্যান পদে ৫৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম চৌধুরী (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন খান (আনারস) পেয়েছেন ৪৬ হাজার ৪৭২ ভোট।
চুনারুঘাট উপজেলা : চেয়ারম্যান পদে ৩৭ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদির লস্কর (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু তাহের (আনারস) পেয়েছেন ৩৫ হাজার ৪৭০ ভোট।
আজমিরীগঞ্জ উপজেলা : চেয়ারম্যান পদে ২২ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মর্তুজা হাসান (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদায়ী উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন (আনারস) পেয়েছেন ২০ হাজার ৫৬২ ভোট।
লাখাই উপজেলা : চেয়ারম্যান পদে ২১ হাজার ৩১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মুশফিউল আলম আজাদ (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ (মোটর সাইকেল) পেয়েছেন ১৬ হাজার ৯৩৪ ভোট।
নবীগঞ্জ উপজেলা : চেয়ারম্যান পদে ৪৭ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদায়ী উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী (নৌকা) পেয়েছেন ২৬ হাজার ১শ’১৩ ভোট।
বাহুবল উপজেলা : চেয়ারম্যান পদে ২৩ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই (নৌকা) পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট।
মাধবপুর উপজেলা : চেয়ারম্যান পদে ৫২ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত, স্বতন্ত্র প্রার্থী বিদায়ী উপজেলা চেয়ারম্যান এসএফএএম সৈয়দ শাহজাহান (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এহতেশাম উল বার চৌধুরী লিপু (আনারস) পেয়েছেন ২৪ হাজার ৩০৫ ভোট।