রবিবার, ০২ জুন ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় রেমাল: ১৯ উপজেলার নির্বাচন স্থগিত বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর ও দাঙ্গামুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে বাসার ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু রেমাল পরিণত প্রবল ঘূর্ণিঝড়ে, মহাবিপদ সংকেত বাহুবলে ৫ আওয়ামীলীগ নেতাকে হারিয়ে আলেম চেয়ারম্যান নির্বাচিত শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর- এসপি আক্তার হোসেন জনগণ যাকে ভালবাসবে, দায়িত্ব দিতে চাইবে, তাকেই দেবে- জেলা প্রশাসক বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু বাহুবল উপজেলা নির্বাচন : ২০ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ৮টি উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ পদে) ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে উপজেলা রিাটর্নিং অফিসার কর্তৃক দেয়া ফলাফলে এ তথ্য জানা যায়।

হবিগঞ্জ সদর উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে পুণরায় নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান আওয়াল। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪শ ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট আব্দুল আহাদ ফারুক (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৪৫ ভোট।

লাখাই উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুর্শেদ কামাল চৌধুরী। তিনি (টিউবওয়েল) প্রতীকে ১৫ হাজার ৩শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাউছ মিয়া (মাইক) প্রতীকে ১২ হাজার ২৭ ভোট পেয়েছেন।

বাহুবল উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে ইয়াকুত মিয়া মাইক প্রতীকে ১১ হাজার ৬শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফারুকুর রশীদ ফারুক পেয়েছেন ৮ হাজার ২শ ৭৬ ভোট।

নবীগঞ্জ উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট গতি গোবিন্দ দাশ নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ওবায়দুল কাদের হেলাল পেয়েছেন ২০ হাজার ২শ ৮৮ ভোট।

মাধবপুর উপজেলা :  ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম। তিনি পেয়েছেন ৩৭ হাজার ২শ ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আজিজ (চশমা) প্রতিক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৬শ ২৩ ভোট। সহকারী রিটানিং কর্মকর্তা মনিরুজ্জামান উপজেলা ফলাফল ঘোষনা করেন।

চুনারুঘাট উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে লুৎফুর রহমান মহালদার (চশমা) প্রতীকে ৭৯ হাজার ৩শ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামাল হোসেন লিটন (মাইক) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭১।

বানিয়াচং উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক আমীন (তালা) প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ২শ ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইকবাল বাহার খান (চশমা) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯শ ১৩ ভোট।

আজমিরীগঞ্জ উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মমিনুর রহমান সজিব। তিনি (মাইক) প্রতীকে ৮ হাজার ৫শ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুল জলিল (বাল্ব) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯শ ৫৬ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com