বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

হবিগঞ্জে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে ৮টি উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ পদে) ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে উপজেলা রিাটর্নিং অফিসার কর্তৃক দেয়া ফলাফলে এ তথ্য জানা যায়।

হবিগঞ্জ সদর উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে পুণরায় নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান আওয়াল। তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪শ ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট আব্দুল আহাদ ফারুক (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৪৫ ভোট।

লাখাই উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুর্শেদ কামাল চৌধুরী। তিনি (টিউবওয়েল) প্রতীকে ১৫ হাজার ৩শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাউছ মিয়া (মাইক) প্রতীকে ১২ হাজার ২৭ ভোট পেয়েছেন।

বাহুবল উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে ইয়াকুত মিয়া মাইক প্রতীকে ১১ হাজার ৬শ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফারুকুর রশীদ ফারুক পেয়েছেন ৮ হাজার ২শ ৭৬ ভোট।

নবীগঞ্জ উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট গতি গোবিন্দ দাশ নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ওবায়দুল কাদের হেলাল পেয়েছেন ২০ হাজার ২শ ৮৮ ভোট।

মাধবপুর উপজেলা :  ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম। তিনি পেয়েছেন ৩৭ হাজার ২শ ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আজিজ (চশমা) প্রতিক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৬শ ২৩ ভোট। সহকারী রিটানিং কর্মকর্তা মনিরুজ্জামান উপজেলা ফলাফল ঘোষনা করেন।

চুনারুঘাট উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে লুৎফুর রহমান মহালদার (চশমা) প্রতীকে ৭৯ হাজার ৩শ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামাল হোসেন লিটন (মাইক) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭১।

বানিয়াচং উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক আমীন (তালা) প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ২শ ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইকবাল বাহার খান (চশমা) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯শ ১৩ ভোট।

আজমিরীগঞ্জ উপজেলা : ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মমিনুর রহমান সজিব। তিনি (মাইক) প্রতীকে ৮ হাজার ৫শ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুল জলিল (বাল্ব) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯শ ৫৬ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com