বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অপরাধে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে অংশগ্রহনকারী ৮ প্রার্থীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত ৷ দণ্ডপ্রাপ্ত প্রার্থিদের মধ্যে আছেন ২ চেয়ারম্যান প্রার্থী, ৩জন ভাইস চেয়ারম্যান, ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান।
সোমবার (১১মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানকালে দেয়ালে পোস্টার লাগানোসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ প্রার্থীকে বিভিন্ন অংকের অর্থদণ্ড করা হয়।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম (গোলাপ ফুল) কে ১৫ হাজার টাকা, আফজল হক(আনারস) কে ১৬ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সাগর হাজরা (তালা) কে ৮ হাজার টাকা, এম এ রহিম নোমানী (মাইক) কে ৮ হাজার টাকা ও পরিমল দাশ (বাল্ব) কে ৮ হাজার টাকা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী(ফুটবল) কে ১২ হাজার টাকা, হাজেরা খাতুন (হাঁস) কে ৮ হাজার টাকা ও মিতালী দত্ত (পদ্মফুল) কে ৮ হাজার টাকা জরিমানা করে ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ৷
এ ব্যাপারে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদুল আলম বলেন, ‘আজ ৮ জন প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। যারাই নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করবেন তাদেরকে শাস্তি পেতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’