রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

ডাকসু নির্বাচন : ১১ হলে ভিপি ছাত্রলীগের, দুটিতে স্বতন্ত্র

তরফ নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১৩টি হলের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এসব হল সংসদের মধ্যে ১১টিতে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রলীগ ও দুটিতে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে ১২টিতে ছাত্রলীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। এসব হলে ছাত্রদল ও বাম সংগঠনের কেউ জিতেননি।

কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদ ভিপি: ফরহাদ আলী, জিএস: ইমাম হাসান, এজিএস: সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছে। এই হলে ১৩টি পদেই ছাত্রলীগ জয় পেয়েছে। ছাত্রলীগের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রসংসদ ভিপি: আকমল হোসেন, জিএস: মেহেদী হাসান শান্ত, এজিএস: জুলফিকার হাসান পিয়াস নির্বাচিত হয়েছেন। এই হলে সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও একটি সদস্যপদে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। অন্য সব পদে জিতেছে ছাত্রলীগ৷

হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রসংসদে ভিপি: শহীদুল হক শিশির, জিএস: মেহেদি হাসান মিজান, এজিএস: সাদিল আব্বাস৷ এই হলে সব পদে জয়ী হয়েছে ছাত্রলীগ।

সূর্যসেন হল ছাত্রসংসদে ভিপি: মারিয়াম জামান খান সোহান, জিএস: সিয়াম রহমান, এজিএস: সালাম মোরশেদ৷ এই হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ও সাহিত্য সম্পাদক ছাড়া সব পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ওই দুই পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী৷

বিজয় একাত্তর হল ছাত্রসংসদে ভিপি: সজিবুর রহমান সজিব, জিএস: নাজমুল হাসান নিশান, এজিএস: আবু ইউনুস৷ এই হলে সব পদে জয়ী ছাত্রলীগ৷

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রসংসদে ভিপি: শরিফুল ইসলাম শাকিল, জিএস: হাসিবুল হোসেন শান্ত এবং এজিএস: আব্দুল্লাহ আল মুমিন আবির৷ এই হলেও সব পদে ছাত্রলীগ জয়ী৷

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা জিতেছেন। আর জিএস: সারা বিনতে কামাল (ছাত্রলীগ) ও এজিএস:সাবরিনা স্বর্ণা (ছাত্রলীগ)৷ এখানে সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক পদে জিতেছেন স্বতন্ত্র দুই প্রার্থী৷ বাকি সব পদে জয়ী ছাত্রলীগ৷

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রসংসদে ভিপি: মুজাহিদ কামাল উদ্দিন, জিএস: জুলিয়াস সিজার তালুকদার, এজিএস: নওশের আহমেদ৷ এই হলেও সব পদে জিতেছে ছাত্রলীগ৷

শামসুন্নাহার হল সংসদে ভিপি: শেখ তাসনিম আফরোজ, জিএস: আফসানা ছপা, এজিএস: ফাতিমা আক্তার৷ এই হলে ৮ পদে স্বতন্ত্র প্রার্থী ও বাকি ৫ পদে জিতেছেন ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা৷

জগন্নাথ হল ছাত্রসংসদে ভিপি: উৎপল বিশ্বাস, জিএস: কাজল দাশ, এজিএস: অতুনু বর্মন৷ এই হলে সব পদে জিতেছে ছাত্রলীগ৷

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রসংসদে ভিপি: সাইফুল্লাহ আব্বাসি অনন্ত, জিএস: তৌফিকুল ইসলাম (স্বতন্ত্র), এজিএস: সুরাপ মিয়া৷ এই হলে জিএস পদ ছাড়া বাকি সব পদে জিতেছে ছাত্রলীগ৷

ফজলুল হক মুসলিম হল ছাত্রসংসদে ভিপি: মাহমুদুল হাসান তমাল(স্বতন্ত্র), জিএস: মাহফুজুর রহমান(ছাত্রলীগ), এজিএস: সাহিনুর রহমান(ছাত্রলীগ)৷ এই হলে পাঁচটি পদে স্বতন্ত্র প্রার্থী ও আটটি পদে জিতেছে ছাত্রলীগ৷

স্যার এ এফ রহমান হল ছাত্রসংসদে ভিপি: আব্দুল আলীম খান, জিএস: আব্দুর রহিম সরকার, এজিএস: আল আমিন৷ এই হলে ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com