বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সুনামগঞ্জের দিরাইয়ে কিশোরী হত্যার দায়ে ব্যর্থ প্রেমিকের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে কিশোরীকে হত্যার দায়ে এক ব্যর্থ প্রেমিককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ মার্চ) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দ-প্রাপ্ত ইয়াহিয়া সরদার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় ইয়াহিয়া আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আদালতের পিপি খায়রুল কবির রুমেন জানান, দিরাই শহরের মাদানী মহল্লার হিফজুর রহমানের মেয়ে হুমায়রা আক্তার মুন্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছুরিকাঘাত করে ইয়াহিয়া। এতে ঘটনাস্থলেই নিহত হয় মুন্নি।

হত্যাকান্ডের দুইদিন পর মুন্নির মা রাহেলা বেগম বাদি হয়ে ইয়াহিয়াসহ দুইজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ইয়াহিয়াকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট প্রদান করে।

সাক্ষ্য প্রমাণে ইয়াহিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার ফাঁসির আদেশ দিয়েছেন বলে জানান পিপি খায়রুল কবির।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com