রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

লাকসামে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেডের দাবীতে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কুমিল্লার লাকসামে মানববন্ধন করেছে।

ঢাকা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেন, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক মুন্না, মোঃ শাহ আলম, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম, নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুল ইসলাম, আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান মুকুল, উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিংকি সাহা, ভাকড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাজাহান, কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ, উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমেদ, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুন্নেছা শশী, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও ১১তম গ্রেড বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দাবি জানিয়ে বলেন, বর্তমান গ্রেড সহকারী শিক্ষকদের জন্য একটি লজ্জাজনক। তাই প্রধান শিক্ষকের পরের ১১তম গ্রেড বাস্তবায়ন করে বেতন বৈষম্য নিরসন করলে  প্রাথমিক শিক্ষকদের সম্মান বৃদ্ধি পাবে।

মানববন্ধনে লাকসাম উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com