শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আছকির খান ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ ভোট বর্জন করেছেন। সোমবার বিকেল ৩টায় প্রতিপক্ষ প্রার্থীদের প্রভাব বিস্তার ও পুলিশের অসহযোগিতার অভিযোগ এনে তারা রির্টানিং কর্মকর্তার কাছে লিখিতভাবে ভোট বর্জন করেন।
নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আছকির খান ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ জানান, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান মনাই পুলিশের সহযোগিতায় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ করেন তারা। পরে বিকেল ৩ টায় ভোট বর্জনের ঘোষণা দেন আসকির খান ও ফারুক আহমদ।