শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে মোঃ এবাদুর রহমান নামে এক যুবককে প্রধানমন্ত্রীর মানহানিকর ছবি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে আটক করেছে র্যাব-৯। আটককৃত ঐ যুবক গোয়াইনঘাট থানাধীন খাসমৌজা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
র্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও মানহানিকর ছবি এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে বুধবার ভোর সাড়ে ছয়টায় গোয়াইনঘাট থানাধীন খাসমৌজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র আরো জানায়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে।বর্তমানে তাকে সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।