সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

তাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুল শহরের কাছে তাইগ্রিস নদীতে এক ফেরি ডুবে অন্তত ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ৩০ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপন শেষে বাড়িতে ফেরার পথে এই যাত্রীবাহী নৌকা ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহতদের অধিকাংশই নারী এবং শিশু, যারা সাঁতার জানতেন না। নওরোজ উদযাপন শেষে ওই নৌকাটিতে করে বাড়িতে ফিরছিলেন প্রায় ২০০ জন। ইরানে এই দিনটিকে ফার্সি নতুন বছর হিসেবে উদযাপন করা হয়।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, একটি নৌকা ডুবে যাচ্ছে, লোকজন টাইগ্রিস নদীতে ঝাপিয়ে পড়ছে। অন্যদের উদ্ধার করছে। নদীর তীরে অনেকেই আর্তনাদ করছেন।

দেশটির এক কর্মকর্তা বলেছেন, টাইগ্রিস নদী পাড়ি দিয়ে মসুলে যাওয়ার পথে যাত্রীবাহী এই ফেরি ডুবে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com