বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বাহুবলে প্রাথমিক বৃত্তির ফলাফলে কিশলযের শীর্ষস্থান অর্জন

বাহুবল সংবাদদাতা : বাহুবলে প্রাথমিক বৃত্তির ফলাফলে কিশলয় জুনিয়র হাই স্কুল শীর্ষস্থান অর্জন করেছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ ফলাফল ঘোষণা করে। ফলাফলে এ উপজেলার ৪৩ জন ট্যালেন্টপুল ও ৪৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। তন্মধ্যে ১৩টি ট্যালেন্টপুল ও ৪টি সাধারণ গ্রেডের বৃত্তি নিয়ে কিশলয় জুনিয়র হাই স্কুল উপজেলা শীর্ষস্থান অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা হলো- অভিজিৎ দেব প্রতীক, শাহরিয়ার মুহিত নিশাত, সজিবুর রহমান রাহুল, আজমান আহমেদ, মোজাম্মিল আহমেদ নভ, নাহিদ আলম চৌধুরী, শেখ নাজমুন নাহার হ্যাপি, সাদিয়া আক্তার উর্মি, মোছাঃ রুমী আক্তার, নাভিনা ফারজানা শোভা, মরিয়ম সিদ্দকী তান্নি, সানজিদা জাহান সামিয়া, সাঈদা জাহান সানজানা। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো- শাহ নজরুল ইসলাম রাফি, ইকরা সুলতানা ইফা, হাফিজা আক্তার হ্যাপী, মার্জিয়া আক্তার তানহা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্ববধানে পরিচালিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখে চলেছে। তিনি আরো বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের সমন্বিত কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে এ ধারা অব্যাহত রাখা সম্ভব। তিনি এ কৃতিত্বের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটি নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com