বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুরে জয়নাল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে এ রায় প্রদান করেন।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল জাহিদুর রশিদ জানান, সোমবার সকালে ধর্মঘর বিওপির হাবিলদার সায়েদুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা আটক করে এর ভিতর থেকে ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার গিলামুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জয়নাল মিয়া কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মল্লিকা রানি দে কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেছেন।