বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : ব্রেইন টিউমার আক্রান্ত আমিনুল ইসলাম রিপনের চিকিৎসার্থে এগিয়ে এসেছে বাহুবল কাতার প্রবাসী একতা যুব সংঘ। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার (২৬ মার্চ) দুপরে রিপনের চাচাতো ভাই নূর উদ্দিনের হাতে নগদ ৩৭ হাজার টাকা তুলে দেয়া হয়।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে প্রবাসীদের কাছ থেকে অর্থ উত্তোলন করে রিপনের চিকিৎসা খরচের জন্য তার পরিবারে হাতে তুলে দেয়া হয়। সংগঠনের পক্ষে নগদ অর্থ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, বাহুবল কাতার প্রবাসী একতা যুব সংঘের প্রচার সম্পাদক আব্দুল বশির ও বিলাল মিয়া।
উল্লেখ্য, বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া-এর পুত্র আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল্লার তত্ত্ববধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, তার সার্জারী সম্পন্ন করাসহ আনুসাঙ্গিক খরচ বাবত প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। এটা জানার পর থেকেই ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রিপন চোখে শষ্যফুল দেখতে শুরু করেছেন। তার পৈত্রিক সম্পদ বলতে ভিটাবাড়ি ছাড়া কিছু নেই। ফলে চিকিৎসা সম্পন্ন করার মতো আশার আলোও দেখছেন না তিনি। অসহায় এ ছাত্রনেতা মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি