শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট: চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সিলেট সেমিফাইনালে

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হলে বাংলাদেশের অন্যতম ফুটবল দল হিসাবে সিলেটের জৈন্তাপুর উপজেলার নাম জড়িয়ে পড়ে।

২০১৯ সনের তার ব্যতিক্রম হচ্ছে না। স্কুল পর্যায়ের ধাপ শেষে ইউনিয়ন, উপজেলা, জেলা বিভাগ পর্যায়ের খেলা শেষে এবার সেমিতে উর্ত্তীণ হল সিলেট বিভাগের জৈন্তাপুরের ক্ষুদে ফুটবল দল।

শনিবার সকাল ১১ টায় ঢাকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সিলেট বিভাগের ক্ষুদে ফুটবল দল জৈন্তাপুর উপজেলা হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের মহেশ খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পর্যায়ের খেলায় ৩-০ গোলে চট্টগ্রাম বিভাগের দলকে পরাজিত করে সিলেটের জৈন্তাপুরের ক্ষুদে ফুটবল দল। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে-২০১৯ সেমি ফাইন্যালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।

সিলেট বিভাগ সেরা এই ফুটবল দলকে নেতৃত্ব দিচ্ছেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, টিম ম্যানোজার বশির আহমদ, কোচ শরিফ আহমদ, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা পারভীন।

অপরদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিজয়ী দল হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারা অথিতিদের নিকট হতে পুরস্কার গ্রহন করে।

আগামী ১লা এপ্রিল সোমবার সকাল ১১টায় ঢাকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খুলনা বিভাগের সাথে সেমি ফাইন্যাল খেলায় অংশ গ্রহন করবে সিলেটের জৈন্তাপুর উপজেলার ক্ষুদে ফুটবল দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com