রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে-২০১৮ সেমিফাইনাল খেলায় খুলনা বিভাগকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে সিলেট বিভাগ।
সোমবার (১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার পাবর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪-১ গোলে হারায়। প্রথমার্ধে ১-১ গোলে খেলা অমিমাংসিত ছিল।
দ্বিতীয়ার্ধে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিপক্ষের জালে পর পর তিনবার বল জড়িয়ে ফাইনাল নিশ্চিত করে।
সিলেট বিভাগের ক্ষুদে ফুটবল দল হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরসাথে রয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার (অর্থ) একরামুল কবির, জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, টিম ম্যানেজার বশির উদ্দিন, কোচ শরিফ আহমদ, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা পারভীন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হানিফ মোহাম্মদ।
আগামী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রংপুর বিভাগের ফরিদপুর জেলার তুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের সাথে মোকাবেলা করবে।