বুধবার, ২৪ জুলাই ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

ঝড় থাকবে পুরো মাসজুড়েই

নিজস্ব প্রতিবেদক : এপ্রিলের শুরুতেই দেশে কালবৈশাখি ঝড় হবে এমনটি আগেই জানিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। পূভাবাসের একদিন আগে, ৩১ মার্চ থেকেই শুরু হয়েছে ঝড়। সোমবার (১ এপ্রিল)ও রাতে ঝড় শুরু হয় সিলেটে।

এবার আবহাওয়া অধিদপ্তর বলছে, পুরো এপ্রিল মাসজুড়েই ঝড় অব্যাহত থাকবে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে থাকবে দাবদাহও।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকেই সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় শুরু হয়। রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সিলেটে বৃষ্টি ২৩.৮ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪.২ মিলিমিটার। অবশ্য সোমবার দিনে সিলেটে তেমন বৃষ্টি না হলেও রাত থেকে শুরু হয় ঝড় ও বৃষ্টি। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও সিলেটে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম আজাদবলেন, কালবৈশাখীর আঘাত হানার আশঙ্কা আরও কয়েক দিন থাকবে। তিনি বলেন, আরও দু–এক দিন বিচ্ছিন্নভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি ছাড়াও এ সময় সমুদ্রে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঝড়বৃষ্টি ছাড়াও এই মাসে দাবদাহ বয়ে যেতে পারে দেশের উত্তর মধ্যাঞ্চলের ওপর দিয়ে। কোথাও কোথাও এ দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com