রবিবার, ২১ জুলাই ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বিজিএমইএ-তে রুবানার প্যানেল জয়ী

তরফ নিউজ ডেস্ক : পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেল জয়ী হয়েছে। কাওরান বাজারে বিজিএমইএ ভবনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেন গার্মেন্ট মালিকরা। বিজিএমইএ’র ১ হাজার ৯৫৬ ভোটারের মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোট দিয়েছেন বলে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য নিহাদ কবীর জানিয়েছেন।

২০১৫ সালে দুই প্যানেলের সমঝোতায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০১৯-২১ মেয়াদে সভাপতি হবেন ফোরাম থেকে। সেই অনুযায়ী ফোরামের শীর্ষ নেতারা সভাপতি পদের জন্য মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হককে নির্বাচিত করেছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী। এরপর ১৮ই এপ্রিল মূল কমিটির নির্বাচন এবং ২১শে এপ্রিল দায়িত্ব হস্তান্তর।

এর আগে বিজিএমইএর পুরনো ভবন কাওরান বাজারের নুরুল কাদের অডিটরিয়ামে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদি এই নির্বাচনে পরিচালনা পর্ষদের ৩৫টি পরিচালক পদে ৪৪ জন প্রার্থী অংশ নেন।

নতুন পরিচালক হলেন যারা- রুবানা হক, এসএম মান্নান কচি, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহীম, আরশাদ জামাল দিপু, এমএ রহিম ফিরোজ, কেএম রফিকুল ইসলাম, শহীদুল হক মুকুল, মশিউল আজম সজল, ইনামুল হক খান বাবলু, মাসুদ কাদের মনা, ইকবাল হামিদ কোরাইশী আদনান, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, একেএম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশাররফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com