বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

বড়লেখায় সড়কের ওপর বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে মানুষ

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী-দৌলতপুর বাজার সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কের ওপর একটি বিদ্যুতের খুঁটির কারনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার মানুষ। যানবাহন চালাতে গিয়েও দুর্ভোগের শিকার হচ্ছেন চালকরা। এ সড়ক দিয়ে প্রতিদিন ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কয়েকটি গ্রামের মানুষ যাওয়া-আশা করেন। সড়কের এ খুঁটির কারণে প্রতিদিনেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।

সড়কটি পাকা করার অন্তত ৮ বছর পেরিয়ে গেলেও বিদ্যুতের খুঁটি সরানোর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বিদ্যুতের খুঁটি সরানোর জন্য এলাকাবাসী কয়েকবার মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানায়। কিন্তু কোনো লাভ হয়নি। খুঁটিটি স্থানান্তরের জন্য সর্বশেষ গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) এলাকাবাসী মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবরে লিখিতভাবে আবেদন দিয়েছেন।

আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরী-দৌলতপুর বাজার রাস্তার ওপর পরিকল্পনাহীনভাবে প্রায় এক যুগ আগে একটি খুঁটি স্থাপন করা হয়। এর প্রায় ৮ বছর পর রাস্তাটিতে খুঁটি রেখেই পাকাকরণ করা হয়। তখন বিদ্যুতের খুঁটিটি স্থানান্তরের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বলা হলেও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এরপরও এলাকার লোকজন বিভিন্ন সময় খুঁটিটি স্থানান্তরের জন্য মৌখিকভাবে কর্তৃপক্ষকে অবগত করেন। কিন্তু এটি সরানোর কোনো পদক্ষেক গ্রহণ করা হয়নি। খুঁটি না সরিয়ে নেওয়ায় রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। রাতের অন্ধকারে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হচ্ছেন রাস্তা ব্যবহারকারী মানুষজন।

ইটাউরি গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘রাস্তাটি পাকা করার সময় খুঁটি সরানোর কথা বলা হয়। কিন্তু বিদ্যুৎ বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি। খুঁটিটি এখনও সড়কের বাধা হয়ে আছে। খুঁটির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনেকবার বিদ্যুৎ বিভাগের অফিসে খুঁটিটি সরানোর জন্য আমরা জানিয়েছি। কোনো ফল আসেনি। স্থানান্তরের জন্য লিখিত অভিযোগ দিয়েছি।’

স্থানীয় ইউপি সদস্য সাজু আহমদ বলেন, ‘রাস্তাটি দিয়ে অন্তত ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন থেকে খুুঁটির কারণে ঘটছে দুর্ঘটনা। কিন্তু কর্তৃপক্ষের এটি সরানোর কোনো উদ্যোগ নেই। এলাকাবাসী এটি সরানোর জন্য লিখিতভাবে আবেদন দিয়েছেন। রাস্তা থেকে খুঁটিটি দ্রুত সরানো প্রয়োজন।’

এই বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুজিত কুমার বিশ্বাস শনিবার বলেন, ‘এলাকাবাসীর আবেদন পেয়েছি। একজন কর্মকর্তাকে সরেজমিনে খুঁটিটির অবস্থান দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। খুঁটিটি কি অবস্থায় আছে তিনি জানালেই আমরা ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com