সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
আবু হেনা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ): আজমিরীগঞ্জে জমির নতুন পরচা দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে সেটেলমেন্ট অফিসার। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায় করে নেওয়ায় ভূগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে আজমিরীগঞ্জ সহকারী সেটেলমেন্ট অফিসে মৌজার নতুন মাঠ পরচা বিতরন শুরু করেছে। সরকারি নিয়ম অনুযায়ী পরচা প্রতি ৬০ টাকা করে নেয়ার কথা থাকলেও ২শ’ টাকা করে আদায় করছে সেটেলমেন্ট অফিসের কর্মচারী শীব কান্ত চাকমা।
স্থানীয় প্রেসক্লাব সভাপতি স্বপন বনিক বলেন, আমার জমির ৩ টি পরচা নিতেও তাদেরকে ৬শ’ টাকা দিতে হয়েছে।
আলতাব হোসেন নামের আরেক ভোক্তভোগী জানান, ১ টি পরচা বাবদ তার কাছ থেকে ২ শ’ টাকা নিয়েছে।
এ ব্যাপারে শীব কান্ত চাকমা বলেন, সরকারি নিয়ম ১শ’ টাকা। অতিরিক্ত টাকা নেয়ার ব্যাপারে তিনি বলেন, আমরা কারো কাছ থেকে চেয়ে নিচ্ছি না সবাই দিয়ে যাচ্ছে।
সহকারী সেটেলমেন্ট অফিসার বদরুল আলম চৌধুরীর সাথে মুটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে উনাকে পাওয়া যায়নি।