মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না এ সপ্তাহে

মৌলভীবাজারের ৭ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের শপথ

নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার মো. কামাল হোসেন, রাজনগর উপজেলার মো. শাহজাহান খান, কুলাউড়া উপজেলার শফি আহমদ সালমান, জুড়ী উপজেলায় এম এ মুয়িদ ফারুক, বড়লেখা উপজেলায় মো. সোয়েব আহমদ, কমলগঞ্জ উপজেলায় অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলায় শ্রী রনধীর কুমার দেব।

ভাইস চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলায় হাফিজ আলাউর রহমান টিপু (পুরুষ) ও মোছা. শাহীনা রহমান (মহিলা), রাজনগর উপজেলায় আলাল মিয়া (পুরুষ) ও মুক্তি চক্রবর্তী (মহিলা), শ্রীমঙ্গলে প্রেমসাগর হাজরা (পুরুষ), মিতালি দত্ত (মহিলা), কমলগঞ্জ উপজেলায় রামভজন কৈরী (পুরুষ), বিলকিস বেগম (মহিলা), কুলাউড়া উপজেলায় মো. ফজলুল হক খান (পুরুষ) ও ফাতেমা ফেরদৌস চৌধুরী (মহিলা), জুড়ী উপজেলায় রিংকু রঞ্জন (পুরুষ), রনজিতা শর্ম্মা (মহিলা), বড়লেখা উপজেলায় মোহাম্মদ তাজ উদ্দিন (পুরুষ) ও রাহেনা বেগম (মহিলা)।

প্রসঙ্গত, ১৮ মার্চ মৌলভীবাজারের ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে মৌলভীবাজারের চেয়ারম্যান পদে ৭টির মধ্যে দুটিতে আওয়ামী লীগ, চারটিতে দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে সদর উপজেলায় নৌকার প্রার্থী মো. কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com