বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বানিয়াচঙ্গে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত শিক্ষক : মামলা দায়ের

শিক্ষক মোজাম্মিল হোসেন খানের ফাইল ছবি।

রায়হান ইউ সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বানিয়াচং সদরের চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগটি প্রাথমিক ভাবে সত্যতা প্রমানিত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে উপজেলা শিক্ষা অফিস। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম।
উল্লেখ্য, গত মঙ্গলবার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে ছাত্রীর বাবা শাহাবুদ্দিন উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও জমা দেন তিনি। এদিকে ঘটনাটি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য অভিযুক্ত শিক্ষক উঠেপড়ে লেগেছেন। ছাত্রীর পরিবারকে ম্যানেজ করতে দফায় দফায় লোক পাঠাচ্ছেন মোজাম্মিল হোসেন খান।  ঘটনার পর থেকেই শিক্ষক মোজাম্মিল হোসেন খান গা ঢাকা দিয়েছেন। বিষয়টি পুরো উপজেলা জুড়ে রসালো আলোচনার জন্ম দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com