বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

যমুনা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে চিতুলিয়া পাড়া গ্রামে যমুনা নদীতে ডুবে ছোঁয়া (৭) ও রিতু (৬) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। রিতু মোহনের মেয়ে ও সুমনের মেয়ে ছোঁয়া।

 পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর তীরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলা করছিলো দুই বোন ছোঁয়া ও রিতু। একপর্যায়ে খেলার স্থলে রিতু যমুনা নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে ছোঁয়া এগিয়ে গেলে সেও নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে নদীর তীরে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com