সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এই ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামী করা হয় স্থানীয় মুন্না মিয়া (১৮) কে। অভিযুক্ত মুন্নাকে গ্রেপ্তার করেছে র্যাব ৯। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার বনবীর নামক এলাকা থেকে র্যাব ৯ এর নেতৃত্বে একটি অভিযানিক দল গ্রেপ্তার করে। মুন্না শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান গ্রামের মতলিব মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে ধর্ষণের শিকার হয় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার থানায় মামলা করে নির্যাতিত শিশুটির পরিবার। ওই মেয়ের পারিবারসূত্রে জানা গেছে, শিশুটির পিতা দিনমজুর।