বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এই ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামী করা হয় স্থানীয় মুন্না মিয়া (১৮) কে। অভিযুক্ত মুন্নাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার বনবীর নামক এলাকা থেকে র‌্যাব ৯ এর নেতৃত্বে একটি অভিযানিক দল গ্রেপ্তার করে। মুন্না শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান গ্রামের মতলিব মিয়ার ছেলে। শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মোঃ সোহেল রানা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে ধর্ষণের শিকার হয় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার থানায় মামলা করে নির্যাতিত শিশুটির পরিবার। ওই মেয়ের পারিবারসূত্রে জানা গেছে,  শিশুটির পিতা দিনমজুর।

 গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের পাশের বাড়ির বখাটে মুন্না মিয়া (১৮) মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com