বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

সিলেটের মিরাবাজারে তুলা ফ্যাক্টরিতে আগুন, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর মিরাবাজার এলাকার একটি তুলা ফ্যাক্টরিতে আগুন লেগেছে। রোববার রাত দেড়টার দিকে ওই তুলা ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে মিরাবাজার এলাকায় আগুনের শিখা দেখে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরাবাজার বক্স কালভার্টের পাশে, হোটেল সুপ্রিমের পেছনে একটি তুলা ফ্যাক্টরিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির ব্যাপারেও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com