সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

শমশেরনগরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে নেমে ১ নম্বর লাইন অতিক্রমকালে ঢাকামুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশন অতিক্রমকালে ইঞ্জিনের বাম দিকের বাড়তি রেলিংয়ের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জমির আলী (৭০)। জমির আলীর বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির আলী ১ নম্বর লাইন প্রায় অতিক্রম করেছেন—এমন সময় দ্রুত গতিতে পারাবত ট্রেনটি এলাকা অতিক্রম করায় তিনি সরে যাওয়ার সময় পাননি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ঘটনার পরপরই নিহতের স্বজনেরা লাশটি বাড়ি নিয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com