শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রিয় বিএনপি। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে মোহাম্মদ আবুল হাসিমকে আহ্বায়ক, জি.কে গউছসহ ১১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৩৪ জন সদস্য করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি।
আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার, শেখ সুজাত মিয়া, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, ডা. আবদাল, এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিন।
কমিটির সদস্যরা হলেন- এডভোকেট শামসু মিয়া চৌধুরী, গোলাম মোস্তুফা রফিক, শাহ মোজাম্মেল হক নান্টু, এম জি মুহিত, আব্দুল হান্না ফরিদ, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আকদ্দছ মিয়া বাবুল, এডভোকেট আমিনুল ইসলাম, মো. গোলাম ফারুক, মুজিবুল হোসেন মারুফ, আবু সালেহ মো. শফিকুল রহমান, ফরহাদ হোসেন বকুল,মোহাম্মদ গোলাপ খান, সামছুল ইসলাম মতিন, আজিজুর রহমান কাজল, শেখ বশির আহমেদ, ছাবির আহমেদ চৌধুরী, মুজিবুর রহমান সেফু, ফরিদ আহমেদ অলি, নাজিম উদ্দিন সামছু, আলাউদ্দিন রনি, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, এডভোকেট মুনিরুল ইসলাম,মহিবুল ইসলাম শাহীন, পারভেজ চৌধুরী, এডভোকেট আব্দুল হাই, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, মো. আব্দুল মান্নান, সাজন ইসলাম, তাজুল ইসলাম ফরিদ, এডভোকেট আব্দুল কাদের, সামছুল আলম ও মুখলিছুর রহমান।