মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। তারা হলেন- কামাল হোসেন (৪০) ও সামিরা (১৬)। গতরাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দেয়। এতে এক নারীসহ দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।