সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : বসিলার মেট্রো হাউজিংয়ে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে অন্তত: ২ জন নিহত হয়েছে। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ তথ্য জানিয়ে বলেছেন, এরা নিঃসন্দেহে জঙ্গি ছিলো। এবং তাদের কব্জা করতে অন্তত: দেড়শ’ রাউন্ড গুলি চালাতে হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংয়ে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
অভিযানকালে টিনশেড বাড়িটির ভিতরে একটি বড় ধরনের বিষ্ফোরণ ঘটে। ধারণা করা হয়েছে, সেটি আত্মঘাতি বিষ্ফোরণ ছিলো।
র্যাব মহাপরিচালক বলেন, অভিযানের পর বোম ডিসপোজাল ইউনিট ভেতরে ঢুকে ছিন্নভিন্ন দেহ দেখতে পায়।