সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাগেরহাটে ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের রামপালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মাহেন্দ্রর চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

কাটাখালী থানার ওসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা হলেন মোংলা উপজেলার চিলা গাববুনিয়ার সোহাগ (৩৫) এবং মাকড়ডোন এলাকার সঞ্জিত মণ্ডল (৫০)।

কাটাখালীর ওসি রবিউল বলেন, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে অভ্যন্তরীণ একটি সড়ক থেকে খুলনা-মোংলা মহাসড়কে ওঠার সময় মোংলাগামী ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com