সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ মাদক ব্যবসায়ী আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকা থেকে চোলাই মদসহ রুবেল আহমেদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক রুবেল উপজেলার কাছিশাইল গ্রামের মৃত আবু মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়।

চুনারুঘাট থানার (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, নতুন ব্রীজ এলাকা দিয়ে রুবেল আহমেদ নামে ওই যুবক বস্তা ভর্তি করে চোলাই মদ নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় কিছু লোকজন বিষয়টি বুঝতে করতে পেরে তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com