বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। মহাসড়কের শেরপুর নামক স্থানে স্থানীয় জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছেন। অবরোধের ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে।
শুক্রবার (১০ মে) রাত পৌনে নয়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ শুরু করেন তারা। এসময় সড়ক দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। রাত পৌনে দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান করছিলেন স্থানীয় জনতা।
অবরোধের ফলে মহাসড়কের শেরপুর এলাকার প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে আটকে পড়া যানবাহনের সারি দেখা গেছে।
ঢাকা থেকে সিলেটগামী বাসের যাত্রী শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বিষয়টি জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও অবরোধ তুলে নিতে ব্যর্থ হয়েছেন পুলিশ।