সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : লাকসামে মাহবুবুল হক খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মামলায় অভিভুক্ত এজাহার নামীয় চার আসামীর মধ্যে চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব লাকসাম ইউপির পৈশাগী গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে ইয়াকুব মিয়া, ইয়াকুব মিয়ার তিন ছেলে সহিদুর রহমান, অহিদুর রহমান ও মহসিন।
উল্লেখ্য, সোমবার ইফতারের পূর্ব মুহুর্তে গো-মুত্র নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে একই বাড়ির মাহবুবুল হক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে মোখলেছুর রহমানের ছেলে ইয়াকুব মিয়া, ইয়াকুব মিয়ার তিন ছেলে সহিদুর রহমান, অহিদুর রহমান ও মহসিন। এ সময় তাদের হামলায় নিহতের চাচা সিরাজুল ইসলাম, ভাই শেখ ফরিদ, বিল্লাল হোসেন ও স্ত্রী সুমি বেগম গুরুতর আহত হয়।