মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার লাকসামে সৌদি সংস্থা কিং কর্তৃক দুঃস্থ ও গরীব লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের বাকই আইডিয়াল স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সৌদি সংস্থা কিং সালমান বিন আবদুল আজিজ হিউমিনিট্রিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ, ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্টের (আইওডবিøওআরডি) সহায়তায় উপজেলার বাকই ইউনিয়নের ৫’শ দুঃস্থ ও গরীব লোকদের মাঝে চাল, ডাল, লবন, চিনি, তৈলসহ ২৪ কেজির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সৌদি সংস্থা কিং সালমান বিন আবদুল আজিজ হিউমিনিট্রিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ, ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্টের (আইওডবিøওআরডি) এর কর্মকর্তা ও বাকই আইডিয়াল স্কুলের অধ্যক্ষ হাফেজ অহিদুর রহমান, মুসলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের হাফেজ রুহুল আমিন প্রমুখ।